ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পাইওনিয়ার নীটওয়্যারস ফ্যাক্টরির শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সব আসামির তিন দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আসামিদের ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।
গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে তার মরদেহ আগুনে পুড়িয়ে দেয়। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করে। এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ১২ জনকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী।