হিলি: দিনাজপুর-৬ আসনে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন-হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদকএসএম বিপুল হোসেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
নেতারা জানান, দলের সিদ্ধান্ত মোতাবেক এবং তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।