Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্পেশাল করেসপডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫

বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করছেন বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি: সারাবাংলা

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন দলের শীর্ষ নেতারা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বেগম খালেদা জিয়ার পক্ষে এই মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মনোনয়ন ফরম সংগ্রহের সময় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার নিজের আসন। এলাকার মানুষ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। এরপর শাজাহানপুরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

জানা গেছে, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর