Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগ নিয়ে মন্তব্যে সতর্ক থাকতে আইন উপদেষ্টার প্রতি আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৮:০২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭

-ছবি >সারাবাংলা

ঢাকা: বিচার বিভাগ নিয়ে অযাচিত মন্তব্য থেকে বিরত থাকার জন্য আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল-এর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি’র সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, আইন উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তি। বর্তমানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠিত হয়েছে এবং এটি নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক। এ অবস্থায় বিচার বিভাগ নিয়ে কোনো মন্তব্য আদালত অবমাননার শামিল হতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) বিচার বিভাগ ও বিচারপতিদের বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে সাধারণ আইনজীবী সমাজের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ব্যারিস্টার খোকন বলেন, খুনিরা আকাশে থাকুক কিংবা মাটির নিচে—যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, আইন উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে উচ্চ আদালত থেকে জামিন কম দেওয়ার বিষয়ে কথা বলেছেন। এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল এবং বিচার বিভাগে সরাসরি হস্তক্ষেপের সামিল।

তিনি আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, বিচার বিভাগ নিয়ে কথা বলার ক্ষেত্রে আইন উপদেষ্টাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। সমাবেশটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল।