Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় কয়লাবাহী ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭

প্রতীকী ছবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার (২২ ডিসেম্বর)দুপুরে দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোলেমান মিয়া (২১)। তিনি চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক বলেন, ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।