Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৪ আসনে মোশারফ হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯

মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপি নেতা আলহাজ্ব মো. মোশারফ হোসেন। ছবি: সারাবাংলা

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও মো. এনামুল হক বাচ্চু।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ইস্কান্দার মির্জা মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। এসময় মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এরআগে তিনি কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাশপিয়া তাসরিনের নিকট থেকে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক নেছার উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর