Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:২৫

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর সরকারি কলেজের পুকুর থেকে শাহিন হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিন হোসেন কুমারখালী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ও মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, শাহিন হোসেন চোখে কম দেখতেন এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, মস্তিষ্কের সমস্যসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তিনি প্রতিদিনের মতো আসরের নামাজ আদায় করতে কুমারখালী বড় জামে মসজিদে যান। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় লোকজন ও স্বজনরা কুমারখালী সরকারি কলেজের পুকুরে শাহিনের স্যান্ডেল ভাসতে দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা রাতেই উদ্ধার অভিযান শুরু করেন। পরে সোমবার বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে শাহিন হোসেনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে শাহিন হোসেনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর