Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত

ঢাকা: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতীয়দের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সবধরণের কনস্যুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

এদিকে শনি ও রোববার (২০ ও ২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়াও, রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিপিএলে রাজশাহীর অধিনায়ক শান্ত
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২

আরো

সম্পর্কিত খবর