Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল-৫
মনোনয়নপত্র সংগ্রহ করলেন এনসিপির রাসেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৭

মনোনয়নপত্র সংগ্রহ করছেন এনসিপি নেতা মাসুদুর রহমান রাসেল। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ (সদর) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাসুদুর রহমান রাসেল।

রাসেল এনসিপির জেলা কমিটির সদস্য সচিব। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর মাসুদুর রহমান রাসেল বলেন, টাঙ্গাইল সদর-৫ (সদর) আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে এনসিপির অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।