Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে হাদি ও আবরারের নামে ভবনের নাম দিল শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫

ভবনের নাম পরিবর্তন করেছেন শিক্ষার্থীরা।

রংপুর: আধিপত্যবাদ ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে শহিদ হওয়া দুই যোদ্ধা শরিফ ওসমান হাদি ও আবরার ফাহাদের স্মৃতিকে জাগরূক রাখতে তাদের নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুটি ভবনের নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে একাডেমিক ভবন-৩-এর নাম পরিবর্তন করে ‘শহীদ শরীফ ওসমান হাদি ভবন’ এবং একাডেমিক ভবন-২-এর নাম ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট ভবনগুলোতে ব্যানার টাঙিয়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে শহিদদের সংগ্রামী চেতনা সম্পর্কে সচেতন করা।

বিজ্ঞাপন

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়। এখান থেকেই ন্যায়, প্রতিবাদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে। ভবনের নামকরণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।’

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেজাজ আহমেদ বলেন, ‘এই নাম পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো—আমরা যখন এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব, বিশ কিংবা ত্রিশ বছর পর যখন পরবর্তী প্রজন্ম এখানে পড়তে আসবে, যারা বিপ্লবকে সরাসরি দেখেনি, তারা এই ভবনগুলোর নাম দেখে জানতে পারবে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কীভাবে জীবন দিতে হয়েছে।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘শহিদ আবরার ফাহাদ ও শহিদ শরিফ ওসমান হাদি এই দুইজনই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা ও সংগ্রামের চেতনা আজ সমগ্র জাতির কাছে পৌঁছে গেছে। তারা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, আর সেই স্মৃতি ও চেতনাকে ধরে রাখতেই আমাদের আজকের এই কর্মসূচি।’

বিজ্ঞাপন

বিপিএলে রাজশাহীর অধিনায়ক শান্ত
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২

আরো

সম্পর্কিত খবর