Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকন উদ্দিন বাবুলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবরটি ভিত্তিহীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:১৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২১:৪০

বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুল। ছবি: সারাবাংলা

লালমনিরহাট: লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রভাবশালী নেতা রোকন উদ্দিন বাবুলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবরটি ভিত্তিহীন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়ানো গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানান তিনি।

রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে তার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘কেউ এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। তিনি বিএনপির সঙ্গেই আছেন এবং দলের একজন প্রার্থী হিসেবেই নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন।’

বিজ্ঞাপন

নেতাকর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সত্যের সঙ্গে থাকার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানান তিনি।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে যে সংবাদ প্রচার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও তার রাজনৈতিক অনুসারীরা জানিয়েছেন, রোকন উদ্দিন বাবুল মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি দলের একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকার সাধারণ মানুষের মাঝেও তাকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে দেখার ব্যাপক আগ্রহ ও আলোচনা রয়েছে।

সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহলে তার স্বতন্ত্র প্রার্থী হওয়া বা স্বতন্ত্র মনোনয়নপত্র গ্রহণ করা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি দলের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং দলের হাই-কমান্ডের সিদ্ধান্তের বাইরে তার কোনো অবস্থান নেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর