Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে শুরু হচ্ছে মওলানা ভাসানী ও বিউপনিবেশায়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

ঢাবি করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিউপনিবেশায়ন ও মওলানা ভাসানীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস)-এর আয়োজনে এই সম্মেলন শুরু হবে। আগামী বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কার্যক্রম চলবে।

উদ্বোধনী দিনে সকাল ১০টায় কারাস-এর পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলন শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম-এর সহযোগী অধ্যাপক ড. ইফতেখার ইকবাল।

বিজ্ঞাপন

এদিন দুপুর ১২টায় প্রতিকৃতি আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে প্যানেল আলোচনায় মওলানা ভাসানীর বিশ্বদর্শন এবং বিউপনিবেশায়নে তার ভূমিকা নিয়ে আলোচনা করবেন অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক মাহবুবুল্লাহ প্রমুখ।

এদিন বিশেষ পর্যালোচনা কারাস গবেষক দল কর্তৃক ‘ফিরে দেখা ফারাক্কা লংমার্চ’ শীর্ষক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

সমাপনী অধিবেশনে বিকেল ৪টায় সৌমিত্র দস্তিদারের প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর