ময়মনসিংহ: ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ভালুকায় দীপু চন্দ্র দাসকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ‘সচেতন ময়মনসিংহবাসী’র উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা কারখানার মালিকসহ প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন এবং দীপু দাসের পরিবারকে ক্ষতিপূরণ দানের দাবি জানান।
এসময় বক্তব্য দেন-দীপু দাসের ছোট ভাই অপু দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আল নুর মো. আয়াস, হৃদয় খান, সাংবাদিক মোজাম্মেল খোকন, কাজী মোহাম্মদ মোস্তফা।