ঢাকা: দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই পোস্ট দেন।
পোস্টে জাইমা রহমান তার শৈশবের স্মৃতিচারণ করে খালেদা জিয়াকে একজন মমতাময়ী অভিভাবক হিসেবে তুলে ধরেন। তিনি লেখেন, পরিবারের প্রতি তার ‘দাদুর গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ তার জীবনের অন্যতম বড় শিক্ষা।
প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের পাশাপাশি পরিবারের প্রতিও খালেদা জিয়া সবসময় যত্নশীল ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
জাইমা রহমান বলেন, লাখো মানুষের কাছে খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তাদের কাছে তিনি ছিলেন শুধু ‘দাদু’। পরিবারের সদস্যদের জন্য সময় বের করা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সাহস জোগানো ছিল তার স্বভাব।
পোস্টে নিজের প্রবাসজীবনের কথাও তুলে ধরেন জাইমা রহমান। তিনি জানান, বিদেশে কাটানো দীর্ঘ সময় তাকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিলেও হৃদয়-মন সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা তাকে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব শিখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং ৫ আগস্টের আগে-পরে সময়টাতে নেপথ্যে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখার চেষ্টা করেছেন। দেশে ফিরে দাদুর পাশে থাকতে এবং বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান বলেও জানান জাইমা রহমান।
পোস্টের শেষাংশে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও কৌতূহলের বিষয়টি তিনি গভীরভাবে অনুভব করেন এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করতে চান। নিজের গল্পের মধ্য দিয়ে মানুষের গল্পগুলোকে একসঙ্গে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।