ঢাকা: রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, অতীতের বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনের মাধ্যমে যে বদনাম হয়েছে, সেটা বর্তমান নির্বাচন কমিশন (ইসি) ঘুচিয়ে দিতে চায়। তাই আইনের শাসন কাকে বলে এবার দেখিয়ে দিতে চাই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি)- পুলিশ সুপারসহ (এসপি) সকল মাঠ প্রসাশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ ও গণভোটে আইনের শাসন নিশ্চিতের নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, এ ক্রান্তিলগ্নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করতে হবে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন। এই ক্রান্তিলগ্নে আমাদের ওপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সেটা সঠিকভাবে পালনে ব্যর্থ হই তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না।
মাঠ কর্মকর্তারা ভালোভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যাবে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশটা আমার, আপনার-সকলের। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া আমাদের দায়িত্ব।
সিইসি আরও বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে বলতে গেলে ইফেক্টিভলি মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা দেশটাকে সচল রাখেন মাঠ পর্যায়ে ইফেক্টিভলি, তাদের সবাই এখান উপস্থিত আছেন। আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও তখন সাহসী হব। আপনাদের অঙ্গীকার আমাকে সাহসী করে তোলে। আপনারা যখনই আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।