Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:০৯

কোলাজ ছবি: সারাবাংলা

ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভীতি প্রদর্শনের নিন্দা জানায়, যা শুধু কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার কূটনৈতিক কর্মী, প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক এবং কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর