ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন নিয়েছেন ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে লেবার পার্টির ৮৫/১ নয়া পল্টনের মিডিয়া সেন্টারে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান শেষে তার হাতে আনারস প্রতীক তুলে দেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
এ সময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার ও দফতর সম্পাদক মো. মিরাজ খান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ লেবার পার্টি গত ১৭ বছর বিএনপির সঙ্গে থাকলেও দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে মনোনয়ন না দেওয়ায় তারা বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এখন তারা আনার প্রতীকে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ডা. ইরান ঝালকাঠী-১ আসন থেকে বিএনপির জোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু ওই আসনে বিএনপি তাদের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেয়।