Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউল আহসানকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল, শুনানি ৪ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত

ঢাকা: শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি জিয়াউল আহসান-কে গ্রেফতার দেখানোর আবেদন করেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চান। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে জিয়াউল আহসান-কে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গত ২১ ডিসেম্বর তাকে হাজির করার কথা থাকলেও কারাগারে আদেশ পৌঁছাতে বিলম্ব হওয়ায় তা সম্ভব হয়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনাল আজ হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

ওইদিন শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০০-এর বেশি মানুষকে গুমের পর হত্যার প্রমাণ পাওয়া গেছে। রাজনৈতিক ভিন্নমত দমনে এসব অপরাধ সংঘটিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এসব অপরাধ সংঘটনের ক্ষেত্রে একটি সংগঠিত পরিকল্পনা অনুসরণ করা হতো এবং জিয়াউল আহসান ছিলেন এর মূল পরিকল্পনাকারী। গুম ও হত্যাকাণ্ড ছাড়াও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

শাড়ির ভাঁজে নীরব প্রতিবাদে চমক
২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০

আরো

সম্পর্কিত খবর