Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ৪০ হাজার ৯৮৪ কোটি টাকা
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নসহ একনেকে ১৪ নতুন প্রকল্প অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:১২

-ছবি : সংগৃহীত

ঢাকা: জ্বালানি তেল পরিশোধনে সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর আধুনিকায়ন ও সম্প্রসারণসহ ১৪টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার ৯৮৪ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে শুধু ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় হবে ৩৫ হাজার ৪৬৫ কোটি টাকা।

এছাড়া ইতোপূর্বে একনেকে অনুমোদিত ৮টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ১টি প্রকল্পে ৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় কমছে। অবশিষ্ট ৭টি প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ৫ হাজার ৪৪১ কোটি ৮৩ লাখ টাকা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নতুন ১৪টি প্রকল্প হচ্ছে- ৩৫ হাজার ৪৬৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপানশন অব ইস্টার্ন রিফানারি লিমিটেড’ (প্রকল্পের মেয়াদকাল: ডিসেম্বর ২০২৫ থেকে নভেম্বর ২০৩০);

১ হাজার ৯৫২ কোটি টাকা ব্যয়ে ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্প (মেয়াদকাল: ডিসেম্বর ২০২৪ হতে জুন ২০২৯ পর্যন্ত);

১ হাজার ২৯৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ প্রকল্প (মেয়াদকাল: জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত);

১ হাজার ২৭৩ কোটি ৭৭ লাখ টাকা টাকা ব্যয়ে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)’ প্রকল্প (মেয়াদকাল: জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৮ পর্যন্ত);

১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড লাইভলিহুড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (মেয়াদকাল: জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০৩০ পর্যন্ত);

৭১১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন” প্রকল্প (মেয়াদকাল: অক্টোবর ২০২৫ থেকে জুন ২০৩১ পর্যন্ত);

৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ প্রকল্প (মেয়াদকালঃ জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত);

৪৬২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হইতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন’ প্রকল্প (মেয়াদকাল: অক্টোবর ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত);

৬৮৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী এবং সংযুক্ত নদীসমূহের (কাচালং, রাইখিয়ং ও শলকনদী) টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প’ (মেয়াদকাল: জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত);

৪০৮ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ‘সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প (মেয়াদকাল: জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮ পর্যন্ত);

৪০০ কোটি টাকা ব্যয়ে ‘পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প (মেয়াদকাল: জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত);

২৫১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ‘বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প (মেয়াদকাল: জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০৩০ পর্যন্ত) এবং

২৪১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ‘দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (২য় পর্যায়) উন্নয়ন’ প্রকল্প (মেয়াদকাল: জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত);

৭৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ প্রকল্প (মেয়াদকাল: জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০)।

সংশোধিত ৭ প্রকল্পে ব্যয় বেড়েছে, কমেছে ১টিতে

একনেকে ইতোপূর্বে অনুমোদিত ৮টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ৭টি প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ৫ হাজার ৪৪১ কোটি ৮৩ লাখ টাকা এবং অবশিষ্ট মাত্র ১টি প্রকল্পে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্পে ব্যয় কমছে ৬ কোটি ৮৭ লাখ টাকা।

ব্যয় বাড়া ৭টি প্রকল্পের মধ্যে- ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পে ৪ হাজার ৮৯ কোটি ৫৯ লাখ টাকা; মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট (কমফ্লোট ওয়েস্ট) এর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পে ৬১৬ কোটি ৬৮ লাখ টাকা; ‘সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পে ৪৯৯ কোটি ৯৯ লাখ টাকা; ‘দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক (এন-৫২১যথাযথ মানে উন্নীতকরণসহ ৩টি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু / জরাজীর্ণ কালভার্ট সমূহ পুনঃনির্মাণ এবং বাজার অংশে রিজিডপেভমেন্ট ও ড্রেন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পে ১২৪ কোটি ১৬ লাখ টাকা; ডিজেস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট-১, বিডব্লিউডিবি অংশ) (প্রস্তাবিত দ্বিতীয় পর্যালোচনা)’ প্রকল্পে ৯৯ কোটি ২২ লাখ টাকা; ‘দু্স্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুন:নির্মাণ কোনাবাড়ি, গাজীপুর (১ম সংশোধিত)’ প্রকল্পে ১০ কোটি ৫৭ লাখ টাকা এবং
‘নারায়ণগঞ্জস্থ আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/ কর্মচারিদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পে ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয় বাড়ছে।

এছাড়া পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।
এগুলো হচ্ছে- ১. নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার ০২টি সরকারি ও ২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প;
২. সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ প্রকল্প;
৩. শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত) প্রকল্প;
৪. Adaotation Initiative for Climate Vulnerable offshore Small Islands and Riverine Charland in Bangladesh (1st Revision) প্রকল্প;
৫. ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ঢোলভাঙ্গা-নদীর ডান তীর এবং উজানচর ইউনিয়নে লোয়ার তিতাস নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্প;
৬. নোয়াখালী জেলার বামনী নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প;
৭. র‌্যাব ফোর্সেস এর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্প;
৮. পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্যাম্পাসের ভবন সমূহের স্থাপনাগত সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কর্মপরিবেশ উন্নতকরণ (১ম সংশোধনী) প্রকল্প;
৯. ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প এবং
১০. অর্থনৈতিক শুমারি ২০২৩ (১ম সংশোধিত) প্রকল্প।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর