ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিএনপির নির্বাচনি জোটে যোগ দিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তিনি। এ সময় নুর পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন নুরুল হক নুর।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরমধ্যে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর ও রাশেদ খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ আরও কয়েকটি দল রয়েছে।