Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন কেড়ে নিল ঘরের ভেতর আটকে পড়া দাদি-নাতনির প্রাণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

দাদি রুবি আক্তার ও জান্নাত আরা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুন লাগা ঘরের ভেতর আটকা পড়ে দগ্ধ এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন দাদি-নাতনি বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এলাকার কাদেরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জান্নাত আরা (৫) ও তার দাদি রুবি আক্তার (৫৫)।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। তিনটি ইউনিটের অগ্নি নির্বাপক দলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই একটি আধাপাকা ও বাকিগুলো কাঁচা মিলিয়ে ৮টি বসতঘর পুড়ে যায় এবং আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পুড়ে যাওয়া বসতঘরের বাসিন্দারা হলেন—মো. ফারুক, মো. কায়েস আহমদ, মনসুর আহমেদ, জয়নাল আবেদিন, মো. এস্কেন্দার, সনজিত ও শিরিন আক্তার। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জান্নাত ও তার দাদি রুবি বসতঘরে একই কক্ষে ঘুমান। তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের সামনের দিকের কক্ষে ছিলেন। আগুন লাগার পর হুড়োহুড়ি করে সবাই বের হলেও দাদি-নাতনি বের হতে পারেননি। ঘরের ভেতরে পুড়েই তাদের মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন সারাবাংলাকে বলেন, ‘আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে ও দুজন মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

সারাবাংলা/আরডি/এনজে
বিজ্ঞাপন


২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

নিয়োগ দিচ্ছে এসিআই মটরস
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭

আরো

সম্পর্কিত খবর