Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন ময়মনসিংহে কর্মরত সাংবাদিকরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এই হামলা কেবল দুটি পত্রিকার ওপর নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম.আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ কনিক, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এ.এস.এম. হোসাইন শাহীদ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সদস্য ও অধিকারের জেলা সমন্বয়ক আবদুল কাইয়ুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, ময়মনসিংহ বুক সেন্টারের ব্যবস্থাপক আবদুল আজিজ প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর