Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে নিখোঁজের পর বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

প্রতীকী ছবি।

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ১টার দিকে আলমপুর ইউনিয়নের খোদ্দ বিলাইচণ্ডী এলাকার ডালিয়া সেচ ক্যানেলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম জাবেদ আলী (৬০)। তিনি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পীরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, জাবেদ আলী দীর্ঘদিন ধরে মাছ ও পাখি শিকার করে সংসার চালাতেন। গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে তার মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কল শেষ হওয়ার পরপরই তিনি ঘর থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি।

বিজ্ঞাপন

জাবেদের স্ত্রী উম্মে কুলসুম জানান, পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন, হয়তো পাখি শিকারে গেছেন। কিন্তু আজ সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দার মাধ্যমে খবর পান যে খোদ্দ বিলাইচণ্ডী এলাকায় একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন জাবেদ আলীকে শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, জাবেদ আলীর কারো সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। তারা এই নির্মম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ওসি জানান, খবর পেয়ে প্রথমে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারাগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি বলেন, রহস্যজনক ফোন কলসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে কম্বল বিতরণ
২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর