Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বনিম্ন ১০.৬ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:০৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩৮

ঘন কুয়াশায় ছেয়ে গেছে এলাকা।

পঞ্চগড়: পঞ্চগড়ে ঘন কুয়াশার দাপট আর উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শৈত্যপ্রবাহ না থাকলেও অনুভূত হচ্ছে কনকনে শীত। এমন অবস্থায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ১২-১৪ কিলোমিটার।

পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে বেড়েই চলছে শীতের দাপট। টানা ৫ দিন ধরে হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে বইছে হার কাঁপানো শীত। দিনের বেলা সূর্যের মুখ দেখা যায় না। হাড় কাঁপানো কনকনে হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,
‘দিনের বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল থাকলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়। গত কয়েক দিনে জেলার তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত চার দিন ধরে তাপমাত্রায় ওঠানামা ছিল। আজ বৃহস্পতিবার সকাল ৯টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। বুধবার (২৪ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (২২ ডিসেম্বর) ১২ দশমিক ০, রোববার (২১ ডিসেম্বর) ১২ দশমিক ৪, শনিবার (২০ ডিসেম্বর) ১৪ দশমিক ৩, শুক্রবার (১৯ ডিসেম্বর) ৯ দশমিক ৮, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭

আরো

সম্পর্কিত খবর