Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, টাঙ্গাইল থেকে ঢাকায় অর্ধলাখ নেতাকর্মীর যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩২

টাঙ্গাইল থেকে ঢাকার পথে বিএনপির নেতাকর্মীরা।

টাঙ্গাইল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন।

দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

এ ছাড়াও টাঙ্গাইল শহর থেকে কয়েক শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় গেছেন। তারেক রহমানকে এক নজর দেখার প্রত্যাশায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর