Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে পালিত হচ্ছে বড়দিন।

পাবনা: উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাবনায় পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সকল গীর্জা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরি, পিঠা তৈরি সহ নানা আয়োজনে খ্রিস্টান বাড়িগুলো হয়ে উঠেছে উৎসবমুখর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থণা। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের পালক মি. ইসহাক সরকার। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়।

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫২

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭

আরো

সম্পর্কিত খবর