Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫

এভারকেয়ার হাসপাতাল।

ঢাকা: দীর্ঘদিন পর মায়ের সান্নিধ্যে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফটকে পৌঁছান। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি মাকে দেখতে এভারকেয়ারে আসেন তিনি।

উল্লেখ্য, অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর