Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করছেন আবিদুর রহমান সোহেল। ছবি: সংগৃহীত

বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ জামায়াত-শিবির নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে আবিদুর রহমান সোহেল সাংবাদিকদের বলেন, ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। বগুড়া-৬ আসনের ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে সবাইকে সঙ্গে নিয়ে বগুড়াবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করব। তিনি বিএনপি মনোনীত প্রার্থী বিএনরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। সেইসঙ্গে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আসামে সহিংসতায় নিহত ২
২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১

আরো

সম্পর্কিত খবর