Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ জানুয়ারির মহাসমাবেশ বাস্তবায়নে জামায়াতের সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৬

ঢাকা: দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষ্যে আগামী ৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এসময় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, মোবারক হোসাইন, আবদুস সাত্তার, আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদ, আতিকুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দিন মোল্লা, ড. মনোয়ার হোসাইন, মুহাম্মাদ শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. মাহরুফ শাহরিয়ার।

বিজ্ঞাপন

সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

পরে মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর