Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০০ টাকা বাজিতে ১১২ বার ডুব, প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২২:০৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:১৪

বাজি ধরে বাবুল মোল্লা ডুব দিচ্ছেন। ছবি: সারাবাংলা

বরিশাল: ‎ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজি ধরে খালে নেমে ঠান্ডা পানিতে একটানা ১১২ বার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা।

‎স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। শীতের সকালে ভারি পরিশ্রমে শরীর গরম হয়ে গেলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন। পরে খালি গায়ে খালে নেমে একটানা ১১২ বার ডুব দেন বাবুল মোল্লা। এ সময় তিনি খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও না করতে অনুরোধ করেন। ডুব দেওয়া শেষে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরে স্বজনরা দ্রুত তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরেন এবং আগুনের তাপ ও গরম তেল দিয়ে শরীর মালিশ করলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, ‌প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় ঠান্ডা পানিতে বারবার ডুব দেওয়ার কারণে শারীরিক জটিলতা দেখা দিয়ে তার মৃত্যু হয়েছে।

‎রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি তারা শুনেছেন। ঘটনাটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর