রাজবাড়ী: ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে মেরে আগুনে পোড়ানোর প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬শে ডিসেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার যুগ্ন সম্পাদক সূর্য কুমার সিকদারের সঞ্চালনায় সংগঠনের সভাপতি অশোক সিকদার, সাধারণ সম্পাদক বাসুদেব চন্দ্র প্রামানিক, সহ-সভাপতি দীলিপ কুমার মজুমদার, ডক্টর গৌতম সরকার, আইন বিষয়ক সম্পাদক হেমন্ত কুন্ডু, পরিতোষ চন্দ্র প্রমানিক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি বাসুদেব মন্ডলসহ অনেকেই বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দিপু দাসকে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান। ধর্মীয় অনুভূতির অজুহাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর সহিংসতা চালানো মানবতা, সভ্যতা ও আইনের সম্পূর্ণ পরিপন্থী। দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হিন্দু নেতারা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান তারা।