Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান-কাভার্ডের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫

ভ্যান ও কাভার্ডের মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত পিকআপ ভ্যান।

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাবতে পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক রুবেলের (৩০) মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (২৬) সকালে উপজেলার খামারেরচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানচালক রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। আহতরা হলেন- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির চালকের মুত্যু হয়। এ সময় আহত হয় আরও দুইজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুর রহমান জানান, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পিকআপ ভ্যানের চালক মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর