Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬

গাইবান্ধায় পুকুর ডুবে যুবকের মৃত্যু। ছবি: সংগৃহীত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে পুকুর থেকে আ. সালাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আ. সালাম পলাশবাড়ি পৌরসভার উদায়সাগর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পৌর এলাকার উদায়সাগর গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে আ. সালামের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পারিবারিক সূত্রে জানা যায়, আ. সালাম দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগী রোগে ভুগছিলেন। আড়াই বছর আগে তার বিয়ে হলেও আ. সালাম অসুস্থতার কারণে সেই সংসার টেকেনি। মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান বলেন, আ. সালাম নামে এক যুবকের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হয়ে আ. সালাম পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছেন। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর