Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর হালিমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া ভাটাপাড়া এলাকার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় হালিমার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা খাতুন কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের দালালপাড়া এলাকার মৃত শামসুদ্দিন মোল্লা প্রামানিকের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, হালিমা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীরা জানান, বিকেলে নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঈশ্বরদী লক্ষীকুন্ড্রা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত নারী নিখোঁজের পর গত ছয় দিন কোথায় ছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর