Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা মোর্শেদ মিল্টন

স্পেশাল করেসপডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮

বিএনপি নেতা মোর্শেদ মিল্টন। ছবি: সংগৃহীত

বগুড়া: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে কাউকে মনোনয়ন দেয়নি। অথচ এবার খালেদা জিয়ার সেই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শনিবার মোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। যা মোর্শেদ মিল্টনের নামে।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন সাংবাদিকদের বলেন, ‘আমাদেরকে মনোনয়নপত্র উত্তোলন করার কথা বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর