ঢাকা: ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বিদায়ের পরেরদিনই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্দরার কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।
জানা গেছে, জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ছিলেন।
জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নতুন সভাপতি নির্বাচিত হন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি জাহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।