Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে ২দিন নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, আইএসপিআরের সতর্ক বার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

আইএসপিআর লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর (সোম ও মঙ্গলবার) মাঝ সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় যাতায়াত পরিহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

এতে বলা বলেছে, ২৯-৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে।

এ সময় জানমালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর