Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ-৫ আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ২২:৪২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ২২:৫০

নওগাঁ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সায়েম বলেন, ইতোমধ্যে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা সৎ, তারা কোন অন্যায়ের সঙ্গে জড়িত নয়। তারা কোনো জুলুম করে না, অন্যায় করে না। বাংলাদেশের মানুষ সব দলকে দেখেছে। অন্যান্য দলগুলো বাংলাদেশকে দুর্নীতি এবং জুলুম মুক্ত করতে পারেনি। জনগণ এবার মনে করছে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করতে হলে জামায়াত ইসলামের বিকল্প নেই। কাজেই জনগণ এবার দাঁড়িপাল্লাকে বেছে নিবে। নওগাঁর জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে জামায়াত বিপুল ভোটে বিজয়ী হবে।

বিজ্ঞাপন

এ সময় জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামাতের সেক্রেটারি আনোয়ার আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমানসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর