Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা হারিয়ে যাবে না: বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:০৭

ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং পর্যায়ক্রমে তা উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কোনো আমানতকারীর টাকা হারিয়ে যাবে না— এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরিফ হোসেন খান বলেন, সদ্য একীভূত হয়ে কার্যক্রম শুরু করায় বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংকে সীমিত পরিসরে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে প্রতি আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট অর্থ নিজ নিজ হিসাবে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং প্রচলিত হারে মুনাফাও যোগ হতে থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ব্যাংক আর্থিকভাবে আরও শক্ত অবস্থানে পৌঁছালে পর্যায়ক্রমে বাকি অর্থ উত্তোলনের সুযোগ সৃষ্টি করা হবে।”

আরিফ হোসেন খান আরও বলেন, বিশ্বের কোনো ব্যাংকের পক্ষেই একসঙ্গে সব আমানতকারীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেই অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়, যা ডিপোজিট প্রোটেকশন আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করবে, খেলাপি ঋণ আদায় করবে এবং নতুন আমানত সংগ্রহ করবে। এর মধ্য দিয়েই ব্যাংক ধীরে ধীরে ঘু‌রে দাড়া‌বে। ব্যাংকের আর্থিক সক্ষমতা যত দ্রুত বাড়বে, আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগও তত দ্রুত সম্প্রসারিত হবে ব‌লে আ‌মি ম‌নে ক‌রি।

পাঁচটি ইসলামী ব্যাংক হচ্ছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক—একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপ নেওয়ার আইনি ভিত্তি নিয়েও ব্যাখ্যা দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

তিনি বলেন, অধিগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে সম্পদ ও দায় (অ্যাসেট অ্যান্ড লাইয়াবিলিটি) স্থানান্তরের ভিত্তিতেই পুরোনো ব্যাংকগুলো নতুন ব্যাংকে বিলীন হয়েছে। ফলে গ্রাহকদের নতুন করে কোনো হিসাব খোলার প্রয়োজন নেই। পূর্ববর্তী ব্যাংকের সব হিসাব, আমানত ও ঋণ স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে স্থানান্তরিত হয়েছে, যা সম্পূর্ণ আইনসম্মত।

তিনি আরও জানান, বাংলাদেশে এর আগেও ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে গ্রাহকদের নতুন চুক্তি বা হিসাব খোলার প্রয়োজন হয়নি—এটি প্রচলিত ও স্বীকৃত প্রক্রিয়া।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর