Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে ‍দুই কারখানায় শ্রমিক অষন্তোষ


১৬ জুলাই ২০১৮ ১৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাভার : নির্ধারিত তারিখে বেতন না দেওয়ায় সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। পরে এরপরেও বেতন না পেয়ে বাড়ি ফিরে যান তারা।

সোমবার (১৬ জুলাই) দুপুরে আশুলিয়ার দুর্গাপুর মন্ডলপাড়া এলাকার ফোর এস পার্ক স্টাইল গার্মেন্টসে এই ঘটনা ঘটে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটিতে কাজ করেন প্রায় সাড়ে পাঁচ’শ শ্রমিক। তাদের গত জুন মাসের বেতন পাওয়ার কথা ছিল গেল ১০ জুলাই। কিন্তু মালিকপক্ষ নানা অজুহাতে বেতন না দেওয়ায় সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন। এর প্রতিবাদে বিক্ষোভরত শ্রমিকরা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন দুর্গাপুর-আশুলিয়া অঞ্চলিক সড়ক।

বিজ্ঞাপন

তবে ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা নূর আলম বলেন, সোমবার বিকেলেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ আর জিন্স প্রডিউসার লিমিটেড কারখানায় আজও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। তারা কারখানায় গেলেও উৎপাদন কাজে অংশ নেননি। শ্রমিকদের দাবির মুখে ওই কারখানার লাইন চিফ মিজানুর রহমান, আব্দুস ছাত্তার, এক্সিকিউটিভ আফজাল হোসেন, কিউসি তারেক রহমান, কারখানার ব্যবস্থাপক পারভেজ ও সুপারভাইজার ফারুক হোসেন শিমুলকে সাময়িকভাবে বহিস্কার করেছে কারখানা কর্তৃপক্ষ। পরে তাদের ছবিসহ নোটিশ কারখানার মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়।

এ আর জিন্স প্রডিউসার লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার লিটন জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। শ্রমিক অসন্তোষের কারণে কয়েকজনকে সাময়িকভাবে বহিস্কারও করা হয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১২ জুলাই) এ আর জিন্স প্রডিউসার লিমিটেড কারখানার এক কর্মকর্তার মানিব্যাগ হারিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মালিকপক্ষ তিনজন কর্মচারীকে ছাঁটাই করে।

শনিবার (১৪ জুলাই) ছাঁটাই হওয়া ওই তিন কর্মচারী বহিরাগতদের নিয়ে শ্রমিকদের উপরে হামলা চালায়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কয়েকটি কাঁচের জানালা ও দেওয়ালের কাঁচ ভাংচুর করেন। পরে মালিকপক্ষ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

এরই সূত্রধরে রোববার কর্মস্থলে যোগ দিতে এসে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারো ভাংচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এরই জের ধরে সোমবারও কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

সারাবাংলা/এসএমএন

 

অসন্তোষ সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর