Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরে দেখা ২০২৫
মেসি-রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা এমবাপে

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৫

জাতীয় দল ও ক্লাব মিলিয়ে বছরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

২০২৫ বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে বছরজুড়েই আলোচনায় ছিলেন বড় তারকারা। ২০২৫ সালের শেষে এসে গোলের দিক দিয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সবার উপরে উঠে এসেছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে।

গত মৌসুমে অনেক নাটকের পর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। এমবাপে এই মৌসুমের শুরু থেকেই আছেন বিধ্বংসী ফর্মে। শুধু ক্লাব নয়, ফ্রান্স জাতীয় দলের হয়েও গোলের বন্যা বইয়ে দিয়েছেন এমবাপে।

২০২৫ সালে মোট ৫৮ ম্যাচ খেলেছেন তিনি। এমবাপে এ বছর ১১টি ম্যাচে জোড়া গোল করেছেন, হ্যাটট্রিক আছে ৪টি। রিয়ালের হয়ে এই বছর এমবাপে করেছেন ৫৯ গোল। ৩০টি এসেছে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি থেকে মে), বাকি ২৯ গোল চলমান ২০২৫-২৬ মৌসুমে।

বিজ্ঞাপন

এই বছর ফ্রান্স জাতীয় দলের হয়ে এমবাপে করেছেন ৭ গোল। আর সব মিলিয়ে বছরজুড়ে এমবাপে করেছেন ৬৭ ম্যাচে ৬৬ গোল।

শীর্ষ ১০ গোলদাতার তালিকায় এমবাপের পরেই আছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ২০২৫ সালে ৬৫ ম্যাচে তার গোল সংখ্যা ৬০।

৫৫ ম্যাচে ৫৭ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আরলিং হালান্ড। ৩৭ ম্যাচে ৪৮ গোল নিয়ে হালান্ডের পরে আছেন পুয়ের্কো রিতোর কেভিন হার্নান্দেজ।

ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে ৫৪ ম্যাচে ৪৬ গোল করা মেসি আছেন ৫ম স্থানে। ৪৮ ম্যাচে ৪৫ গোল করে মেসির পরে আছেন নাইজেরিয়া ও গ্যালাতাসারের ভিক্টর ওসিমেন।

তালিকার শেষ ৪ জায়গা দখল করেছেন গ্রিসের ভ্যাঞ্জেলিস পাভলিডিস, ব্রাজিলের বিসোলি, পুয়ের্তো রিকোর হোর্হে রিভেরা ও আল নাসর ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো এই বছর করেছেন ৪৪ ম্যাচে ৪০ গোল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর