Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বৃদ্ধ নারী ও যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১১

প্রতীকী ছবি।

পাবনা: পাবনায় বৃদ্ধ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বেড়া উপজেলার হাটুরিয়া নতুন পেচাকোলা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এদিকে ঈশ্বরদী উপজেলার অরণকোলা হারুখালি মাঠে ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন, রহিমা খাতুন (৬০) বেড়া উপজেলা নাকালিয়া ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ও অপরজন হলেন ঈশ্বরদী উপজেলার অবণকোলা আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (২৬)।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় মাগরিবের আযানের সময় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করে দৌড়ে এসে পাশ্ববর্তী আবদুল হানিফের বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আজ সে মারা যায়। দুর্বৃত্তরা তার গলার চেইন ও কানের দুল নিয়ে গেছে নেয়। স্থানীয়দের ধারনা, ডাকাতি করতে এসে বৃদ্ধার গলা থেকে চেন ও কানের দুল খুলে নেয় দুর্বৃত্তরা। তাদের চিনে ফেলায় তাকে গালা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।

ওদিকে যুবক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। কিভাবে মৃত্যু হয়েছে সেটা তদন্ত করে জানা যাবে। মেহেদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর