Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৈশপ্রহরীর চাকরি ছেড়ে নির্বাচনে খাইরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:০২

গণমাধ্যমে কথা বলছেন খাইরুল ইসলাম। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

খাইরুল ইসলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। নির্বাচনে অংশ নিতে চার মাস আগে চাকরটি ছেড়ে দেন তিনি।

খাইরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) একতারা প্রতীকে আমি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করিতেছি কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি গতবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। আমি চাকরি করায় আমার মনোনয়নপত্র বাদ দিয়েছিল। সেজন্য আমি এবার স্বেচ্ছায় চাকরি থেকে অবসরগ্রহণ করে আসিয়াছি।’

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। প্রার্থীদের মনোনয়ন দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর