Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ৫টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২০:০৪

মনোনয়নপত্র জমা দিচ্ছেন অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। ছবি: সারাবাংলা

জামালপুর: জামালপুরের ৫টি সংসদীয় আসনে প্রার্থীরা জেলা রির্টার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

জামালপুর-৫ সদর আসনে বিএনপির প্রার্থী দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন দুপুরে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলীর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে শহরের ফৌজদারি চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।

জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল মনোনয়নপত্র দাখিল করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর