ঢাকা: ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দলের আমির ডা. শফিকুর রহমান দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করেছে এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসানকে (মিলন) প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে জামায়াত। কিন্তু বিগত সময় মনোনয়ন পাওয়া অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থকেরা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। তারা জামায়াত মনোনীত প্রার্থী পরিবর্তন ও অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল করেন। এরপরই অধ্যাপক জসিম উদ্দিনের রোকন পদ স্থগিত করা হয়েছিল। এবার তাকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর দলের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী নিজে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ বা দাবি করতে পারেন না। যে আসনে প্রার্থী দেওয়া হয় ওই আসনের রোকনদের গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে জেলা ও কেন্দ্রে নাম পাঠানো হয়। রোকনরা কেউ নিজেকে ভোট দিতে পারেন না। একে অপরকে ভোট দিতে হয়। এই পদ্ধতিতে যিনি বেশি ভোট পান কেন্দ্র থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়। কেউ নিজেকে কোনো পদের প্রার্থী ঘোষণা করলে বা তার সমর্থকেরা প্রার্থী করার দাবি জানালে তিনি ওই পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হন।