Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সংসদীয় সাতটি আসনে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্পেশাল করেসপডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩২

আগামী নির্বাচনে বগুড়ার বিভিন্ন আসনের উল্লেখযোগ্য প্রার্থীরা। ছবি : সারাবাংলা

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনতিক দলের ৩৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরআগে মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন ৪৫জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা সিনিয়র নির্বাচন কার্যালয়ে সূত্রে এ তথ্য জানানো হয়। এদিন বেলা ১২টার পর থেকে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্তকর্তার নিকট দলীয় মনোনয়নপত্র জমা দেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মোট সাতজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও একেএম আহসানুল তৈয়ব জাকির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোছাঃ শাহাজাদী আলম লিপি, ইসলাম আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আসাদুল হক, গণফোরাম মনোনীত প্রার্থী জুলফিকার আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

বগুড়া-২(শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএমপি মনোনীত এমপি প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক শাহজাহান আলী তালুকদার ও খেলাফত মজলিসের মাওলানা তৌহিদুল ইসলাম তুহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল, এলডিপি মনোনীত প্রার্থী কামরুল হাসান মোঃ শাহেদ ফেরদৌস। এদিকে এই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে পারেননি কনটেন্ট ক্রিয়েটর আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তা জমা নেননি।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে গোলাম মোহাম্মদ সিরাজ, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা দবিবুর রহমান, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুর রহমান চুন্নু, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনিত প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ খাঁন কুদরত-ই সাকলায়েন এবং কাস্তে প্রতীক নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শিপন রবি দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বগুড়া শহর বিএনপির আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবু নুমান মোঃ মামুনুর রর্শিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর প্রার্থী আব্দুল্লাহ আল-ওয়াকি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বাংলাদেশ সুমলিম লীগ এর প্রার্থী মোঃ আনছার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শরিফুল ইসলাম, বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর