Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২১:১৯

-ছবি : সারাবাংলা

ঢাকা: ‎নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ ও গণভোটের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে। আর সময় বাড়ানো হবে না।

‎সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সোমবার দিনভর কত মনোনয়নপত্র জমা পড়ল, জানতে চাইলে ইসি সচিব বলেন, পুরোটা সংকলন করা শেষ হলে রাত ১০টার দিকে তা জানাতে পারব বলেন ইসি সচিব।

‎তবে জানা গেছে, এখন পর্যন্ত তিন হাজারের বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। আর জমা পড়েছে দুই হাজারের মতো। তবে চূড়ান্ত হিসাব মাঠ পর্যায় থেকে ইসিতে এখনও আসেনি।

‎উল্লেখ্য, আজ দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

‎ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় আজ সোমবার (২৯ ডিসেম্বর)। এরপর বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা যাবে। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে।

বিজ্ঞাপন