ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরে বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদফতরে বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (১০ম গ্রেড) পদের প্রার্থীদের আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।
এর আগে, গত ২৭ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদফতরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০২৩ সালের ২৬ জুন আবেদন শুরু হয়েছিল।
৭ জানুয়ারির এটিইও লিখিত পরীক্ষা স্থগিত
স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২১:০০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:০৩
২৯ ডিসেম্বর ২০২৫ ২১:০০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:০৩