Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার ছয়টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২১:৫১

ছবি: সংগৃহীত

খুলনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। শীতের তীব্রতাকে উপেক্ষা করে এদিন সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের নিকট ৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এদিকে ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৪ জন প্রার্থী। এর মধ্যে ৪৬ জন জমা দিলেও আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে।

রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার ছয়টি আসনে সর্বমোট ৪৬টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

খুলনা-১ আসনে সর্বাধিক ১৩টি মনোনয়ন ফরম জমা হয়েছে। বিএনপির আমীর এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীর গোপাল রায়, গণ অধিকার পরিষদের জি. এম. রোকনুজ্জামান, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডলসহ দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডল ও গোবিন্দ হালদার মনোনয়ন জমা দেন।

খুলনা-২ আসনে ৪টি মনোনয়ন ফরম জমা পড়ে। প্রার্থীরা হলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ।

খুলনা-৩ আসনে মোট ১২টি মনোনয়ন ফরম জমা হয়েছে। এর মধ্যে বিএনপির রকিবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ. বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

খুলনা-৪ আসনে ৫টি মনোনয়ন ফরম জমা হয়েছে। প্রার্থীরা হলেন বিএনপির এস কে আজিজুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।

খুলনা-৫ আসনে মোট ৬টি মনোনয়ন ফরম জমা পড়েছে। প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন)।

খুলনা-৬ আসনে ৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, বিএনপির এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির, জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।

রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজন জন্য সকল প্রস্তুতি চলছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর