পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার তিন আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রভাবে মোট ২২জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
পিরোজপুর–১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন পাঁচজন প্রার্থী। শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী মনোনয়নপত্র দাখিল করেন। বাকি তিনজনের মনোনয়ন ফরম জমা হয়নি। এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে বিএনপির পক্ষে অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে জামায়াতে ইসলামীর পক্ষে মাসুদ সাঈদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদের কাছে মনোনয়ন জমা দেন।
এদিকে পিরোজপুর–২ আসনে আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন, যার মধ্যে সাতজন শেষ পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন। অপরদিকে পিরোজপুর–৩ আসনে নয়জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ও প্রার্থিতা প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।